করোনায় আক্রান্ত রেলের যান্ত্রিক বিভাগের তিন কর্মকর্তা

রেলওয়ে পূর্বাঞ্চলের যান্ত্রিক বিভাগের তিন গুরুত্বপূর্ণ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এর ফলে রেল পূর্বাঞ্চলের যান্ত্রিক বিভাগে সপ্তাহজুড়ে প্রায় বন্ধ মেরামত ও সংযোজন কাজ।

করোনায় আক্রান্ত কর্মকর্তারা হলেন- প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন, বিভাগীয় তত্ত্বাবধায়ক (পাহাড়তলী কারখানা) তাপস কুমার এবং কর্মব্যবস্থাপক রাশেদ লতিফ।

জানা যায়, তিন গুরুত্বপূর্ণ কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে প্রায় শূন্য হয়ে পড়ে পুরো যান্ত্রিক বিভাগ।

এর ফলে পূর্বাঞ্চলে ট্রেনের বগি,ওয়াগন, কোচসহ মেরামত কাজ প্রায় বন্ধই বলা চলে। দাপ্তরিক কাজেও নেমে এসেছে স্থবিরতা।

বিভাগীয় তত্ত্বাবধায়ক (পূর্ব) তাপস কুমার চট্টগ্রাম প্রতিদিনকে জানান, এখন কিছুটা সুস্থতা বোধ করছি, প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন সুস্থ হয়েছেন। রাশেদ লতিফও চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

জেএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!