করোনার হানা এবার নাসিরাবাদে, লেগেই আছে ইপিজেড-দামপাড়া

২১২ নমুনায় চট্টগ্রামে পজিটিভ ৪, ভিন্ন জেলায় ৯

প্রতিদিন নগরীর কোথাও না কোথাও শনাক্ত হচ্ছে করোনা পজিটিভ রোগী। নতুন এলাকা হিসেবে করোনার হানা পড়লো এবার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতেও।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে দুই ল্যাবের ২১২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজনই মহানগরের, বাকি ১০ জন ভিন্ন জেলার। এদের একজন ফেনীর, ছয়জন লক্ষ্মীপুরের এবং তিনজন নোয়াখালীর বাসিন্দা।

বুধবার (২৯ এপ্রিল) ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) করোনার সর্বশেষ পরীক্ষায় চট্টগ্রামের চারজনসহ মোট ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রামে শনাক্ত হওয়া চারজনের মধ্যে একজন দামপাড়া পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল। একজন কালুশাহ নগরের, একজন ইপিজেডের বিএসসি মেরিন ওয়ার্কশপের, আরেকজন নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা। শনাক্ত হওয়া চারজনই পুরুষ রোগী। এছাড়া ফেনীর জেলার দাগনভূঞা উপজেলায় রয়েছেন এক পুরুষ রোগী, যার বয়স ৩৮। রয়েছেন লক্ষ্মীপুরের ছয়জন ও নোয়াখালীর তিনজন।

চট্টগ্রামে শনাক্ত হওয়া এই চারজনের মধ্যে একজন দামপাড়া পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল। একজন কালুশাহ নগরের বাসিন্দা, বয়স ৫০ বছর। একজন ইপিজেডের বিএসসি মেরিন ওয়ার্কশপের, বয়স ৫২ বছর। আরেকজন নগরীর নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৪৫ বছর বয়সী বাসিন্দা। শনাক্ত হওয়া চারজনই পুরুষ রোগী। এছাড়া ফেনীর জেলার দাগনভূঁঞা উপজেলায় রয়েছেন এক পুরুষ রোগী, যার বয়স ৩৮ বছর। এছাড়া আছেন লক্ষ্মীপুরের ছয়জন ও নোয়াখালীর তিনজন।

এদিকে বিআইটিআইডি এবং সিভাসুর ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ২১২টি নমুনা পরীক্ষা হয়েছে। চট্টগ্রামের নতুন এই চারজনসহ চট্টগ্রামে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!