করোনার ভ্যাকসিন পাবে বেদে সম্প্রদায়, দেয়া হবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা

এবার চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়কে করোনার টিকায় আওতায় আনছে স্বাস্থ্য বিভাগ। বেদে সম্প্রদায়কে টিকা দিতে আগামী বৃহস্পতিবার (২৫ নভেম্বর) একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (২২ নভেম্বর) নবজাগরণ হিজড়া সমবায় সমিতির পরিচালক ফাল্গুনি হিজড়া সিভিল সার্জন বরাবরে বেদে সম্প্রদায়কে টিকা প্রদানের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা সিভিল সার্জন এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ‘আমরা বেদে সম্প্রদায়ের নেতাদের কাছে একটি তালিকা চেয়েছি। তালিকা পাওয়ার পর আগামী বৃহস্পতিবার বিশেষ টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে টিকার আওতায় আনব।’

ডা. ইলিয়াস আরো বলেন, ‘তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার ১৫০ জনকে টিকা দেওয়া হবে বলে।

তৃতীয় লিঙ্গের সদস্যদের মত বেদে সম্প্রদায়ের সদস্যদেরও জাতীয় পরিচয়পত্র না থাকলে নাম, বয়স ইত্যাদি উল্লেখের মাধ্যমে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন।


আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!