করোনার নমুনা পরীক্ষা করতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও

বায়োসেফটি (লেভেল-৩) সুরক্ষিত ল্যাব স্থাপন করে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমতির পাশাপাশা ওই ল্যাব স্থাপনে মন্ত্রণালয়ের সহযোগিতা পেলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) এ ল্যাব স্থাপনের সহযোগিতা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম প্রতিদিনকে এসব বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

তিনি বলেন, ‘কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি। নমুনা পরীক্ষার জন্য আমাদের চারটা পিসিআর মেশিন আছে। এর মধ্যে আমরা একটি বিআইটিআইডিকে দিয়েছি। বাকি তিনটা মেশিন এখনো আমাদের কাছে আছে।’

তিনি আরো বলেন, ‘প্রথমে আমাদের শিক্ষকরা নমুনা পরীক্ষার জন্য রাজি ছিলেন না। পরে যখন চট্টগ্রামে করোনা রোগী বেশি হয়ে যাচ্ছে তখন ওনারা রাজি হয়েছেন। আমরা যদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমতি এবং বায়োসেফটি (লেভেল-৩) সুরক্ষিত ল্যাব পাই তবে ক্যাম্পাসেই নমুনা পরীক্ষা করতে পারবো।’

তিনি বলেন, ‘আমরা স্থানগত অসুবিধার জন্য ক্যাম্পাসে পারিনি। আমরা মঙ্গলবার সংশ্লিষ্টদের সাথে আলাপ করে স্বাস্থ্য মন্ত্রনালয়ে একটি চিঠি পাঠাবো। স্বাস্থ্য মন্ত্রনালয় যদি আমাদেরকে বায়োসেফটি (লেভেল-৩) সুরক্ষিত ল্যাব করে দেয় তবে আমরা বাইরে থেকে নমুনা এনে পরীক্ষা করতে পারবো।’

তিনি আরো বলেন, ‘ল্যাবের জন্য আমরা জীববিজ্ঞান অনুষদের কথা চিন্তা করেছি। সেখানে দুইটা রুম খালি আছে। সেখানে আমরা গেইট আলাদা করে দিব। পিছন দিক দিয়ে গেইট করবো। পাশাপাশি একটা পকেট গেইট থাকবে। সেখান দিয়ে যারা পরীক্ষা করবে তারা ডুকবে। অনুষদ ভবনের মেইন গেইটের সাথে এটার কোন সম্পর্ক থাকবে না।’

এমআইটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!