করোনার কোপে ২০ মিউজিশিয়ান ঢাকা ছেড়ে চট্টগ্রামে এসে ‘অনলাইন ব্যবসা’য়

অনেকে আর গানের জগতে ফিরতে চান না

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির ছাপ পড়েছে সংগীতাঙ্গনেও। অনেক শিল্পী ও মিউজিশিয়ান পুরোপুরিই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে আছেন মানবেতর অবস্থায়। করোনা মহামারির শুরুর দিকে ঢাকায় ক্যারিয়ার গড়া অন্তত ২০ জন মিউজিশিয়ান ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে এসেছেন। মিউজিক ছেড়ে এরা সবাই মিলে শুরু করেছেন অনলাইনে ব্যবসা। করোনার সংক্রমণ কমলেও এদের অনেকে আর সঙ্গীতাঙ্গনে ফিরতে চান না।

অন্য আরও পেশার মানুষের মতো সঙ্গীতশিল্পী ও মিউজিশিয়ানরাও করোনাকালে দুর্বিসহ জীবন যাপন করেছেন। অনেকে নিজের জমানো টাকা খরচ করে সংসার চালাচ্ছেন। স্টেজশোও বন্ধ। শীঘ্রই সেটা চালু হওয়ারও সম্ভাবনা নেই। অথচ প্রায় সব সঙ্গীতশিল্পী ও মিউজিশিয়ানের আয়ের মূল উৎসই হল স্টেজ শো।

এমন দুর্ভোগে পড়ে সঙ্গীতাঙ্গনের অনেকেই ঢাকা ছেড়ে ফিরে গেছেন নিজের এলাকায়। অনেকে যুক্ত হয়েছেন নতুন পেশায়।

চট্টগ্রামের সন্তান সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘করোনা মহামারির শুরুর দিকে চট্টগ্রামের ২০ জনের মতো মিউজিশিয়ান ঢাকা ছেড়েছেন। এদের অনেকেই খারাপ অবস্থার মধ্য দিয়ে গেছেন। তারা সবাই মিলে অনলাইনে ব্যবসা শুরু করেছেন।’

কুমার বিশ্বজিৎ আরও বলেন, ‘কেউ কেউ এই পেশায় ফিরে আসতে অনিচ্ছুক। নতুন পেশায় তারা ভালো আছে বলেই আমাকে জানিয়েছেন। কতদিন এই অবস্থা থাকবে আমার জানা নেই। সবাই সবার পাশে থাকা উচিত বলে আমি মনে করি।’

কণ্ঠশিল্পী আসিফ আকবরও বললেন, ‘জেনেছি, অনেক মিউজিশিয়ান ঢাকা ছেড়েছেন। তাদের অনেকেই স্বস্তিতে নেই। সব মিলিয়ে সংগীতাঙ্গনের অবস্থা একেবারেই ভালো না। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে অনেক ক্ষতি হয়ে গেছে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!