করোনার কিট এসেছে সীতাকুণ্ডে, শতাধিক রোগীর পরীক্ষা হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনা শনাক্তকরণ কিট এসে পৌঁছেছে। তবে কী পরিমাণ কিট এসেছে তা নিশ্চিত করতে পারেননি ইনস্টিটিউটের দায়িত্বশীল কোন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এসব কিট আসে বলে জানিয়েছেন বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মামুনুর রশীদ।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘কী পরিমাণ কিট এসেছে তা এখনো আমরা জানি না। তবে আশা করছি শতাধিক রোগীকে আমরা পরীক্ষা করাতে পারবো।’

তিনি আরও জানান, ‘বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে করোনা শনাক্তকরণ কিট আমাদের হাতে পৌঁছে। এর আগে ফ্রান্স থেকে সংগ্রহ করা কিট দিয়ে কিছু পরীক্ষা করা হয়।’

তিনি বলেন, ‘এর আগে আমরা ১৭ জন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। যেগুলোর ১৪টির রেজাল্ট নেগেটিভ এসেছে। গতকাল থেকে আমরা নিজেরাই এই পরীক্ষা করছি।’

‘আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ডা. শাকিল আহমেদসহ দুজন টেকনোলজিস্ট ঢাকা থেকে করোনা টেস্টের প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এখানে এসে তারা বাকিদের প্রশিক্ষণ দিয়েছেন’—যোগ করেন তিনি।

এই মুহূর্তে বিআইটিআইডিতে একজন করোনা সন্দেহের রোগী আছেন জানিয়ে তিনি বলেন, ‘এখানে এখনও কাউকে আইসোলেশনে রাখা হয়নি। একজন আছেন তিনিও সাসপেক্ট। টেস্টের ফলাফল নেগেটিভ আসলে উনাকে ছেড়ে দেওয়া হবে।’

এআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!