করোনার কাছে হেরে গেলেন সৌদি প্রবাসী সাতকানিয়ার নুরুল ইসলাম

প্রাণঘাতী করোনার সাথে সৌদি আরবের সৌদি-জার্মান হাসপাতালে ১৭ দিনের লড়াইয়ের পরও বাঁচতে পারেননি চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলার সোনাকানিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম (৫৫)।

গত ২৮ মে (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ৩ টার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নুরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেন। তার পারিবারের লোকজনের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি।’

নিহত নুরুল ইসলাম সোনাকানিয়ার ৩ ওয়ার্ডের আছারতলী এলাকার ইউসুফ আলী হাজির বাড়ির মৃত অলি আহমদের ছেলে। তিনি ৪ কন্যা সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রমজানের ঈদের আগের দিন থেকে করোনা আক্রান্ত হয়ে নুরুল ইসলাম সৌদি আরবের সৌদি-জার্মান নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নুরুল ইসলাম বিগত ১৫ বছরের বেশী সময় প্রবাস জীবন অতিবাহিত করছেন।

করোনার কাছে হেরে যাওয়া নুরুল ইসলামের চাচাত ভাই ফরিদুল আলম জানান, ‘দীর্ঘ কয়েক বছর যাবত ভিসা নিয়ে একটি দোকানে চাকুরী করত নুরুল ইসলাম ভাই।প্রায় ১৬-১৭ দিন করোনার সাথে যুদ্ধ করে তিনি হেরে গেলেন।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!