করোনার কবলে বাফুফে সভাপতি সালাহউদ্দিন

বুধবার (২৫ নভেম্বর) দিনের বেলাতেও বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ভবনে হাজির হয়েছিলেন কাজী সালাহউদ্দিন। তখন সাংবাদিকদের জানিয়েছিলেন, ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ দেখতে সেখানে যাবেন তিনি। যদিও শরীর ভালো না থাকার কথা স্বীকার করে নিয়ে কাতার ভ্রমণ নিয়ে খানিকটা সংশয়ও প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন। পরে রাতে পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিত হয়েছেন করোনায় আক্রান্ত তিনি।

বেশ কয়েকদিন ধরে করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার ও বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন। করোনা পজিটিভ হওয়ায় আপাতত নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন এ তথ্য।

২৩ নভেম্বর ছিল সাবেক কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের শেষ কৃত্যের দিন। সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাকে শেষ শ্রদ্ধা জানাতে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হলেও যাননি কাজী সালাউদ্দিন। এ নিয়ে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। তবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, করোনা উপসর্গ থাকার কারণেই মূলতঃ কাজী সালাউদ্দিন সেই অনুষ্ঠানে যেতে পারেননি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!