করোনার কবলে চট্টগ্রামের আরও এক ম্যাজিস্ট্রেট

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ নিয়ে জেলা প্রশাসনের করোনা আক্রান্ত ম্যাজিস্ট্রেটের সংখ্যা দাঁড়ালো দুইয়ে।

রোববার (২৪ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ ও সংক্রমণ ঠেকানোসহ জেলা প্রশাসনের বিভিন্ন কাজে অংশ নেন। কয়েকদিন ধরে তিনি জ্বর, কাশি ও মাথাব্যথায় ভুগছিলেন। জ্বর না কমায় তিনি
বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করেন। নমুনা প্রতিবেদনে তার শরীরে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি সিভিল সার্জনের পরামর্শে বাসায় আইসোলোশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনা পজিটিভ আসার পর থেকে আমার পাঁচ বছরের সন্তান ও স্ত্রীর কাছ থেকে আলাদা রুমে রয়েছি। কষ্ট হলেও পরিবারের অন্যদের সংক্রমণ থেকে ঠেকাতে আলাদা থাকতে হবে। দ্রুত করোনা মুক্তির জন্য সবার কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, এর আগে (১৬ মে) নাজমুন নাহার নামের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হয়েছেন। তিনিও বর্তমানে বাসায় আইসোলোশনে রয়েছেন।

সিএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!