করোনার কবলে এবার চট্টগ্রামে করোনা পরীক্ষার ‘বাতিঘর’ ডা. শাকিল

বিআইটিআইডি ল্যাবের আরও এক কর্মী আক্রান্ত

ডা. শাকিল আহমেদ। চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে বাতিঘরের মত পথ দেখানো এক মানুষ। চট্টগ্রামে করোনাভাইরাস হানা দেওয়ার পর থেকে গত দুই মাসেরও বেশি সময় ধরে চট্টগ্রামে করোনা ভাইরাস পরীক্ষায় নেতৃত্ব দেওয়া এই মানুষটিই এবার আক্রান্ত হলেন করোনাভাইরাসে।

মঙ্গলবার (২৬ মে) ল্যাবের আরও একজন কর্মীসহ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন সীতাকুণ্ডের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ।

চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন ডা. শাকিল আহমেদ নিজেই।

গত দুইদিন ধরে সর্দি ও আজ হালকা জ্বর অনুভূত হওয়ায় নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন জানিয়ে ডা. শাকিল বলেন, ‘আমি শারীরিকভাবে ঠিক আছি। দুই দিন একটু সর্দি ছিল। আজ জ্বরও দেখা দিয়েছে। তাই ভাবলাম নিজের নমুনা পরীক্ষা করি। আর তাতেই পজিটিভ এলো।’

তার করোনা আক্রান্ত হওয়া বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় কোন প্রভাব ফেলবে কিনা— এই প্রশ্নের জবাবে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘আমরা দুজন করোনা পজিটিভ হলাম। পুরো একটা টিমের সাথে টানা সকাল-সন্ধ্যা কাজ করি আমরা। সুতরাং পুরো টিমটারই তো কোয়ারেন্টাইনে যাওয়া উচিত।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!