করোনার আরও অবনতি, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কিছুদিন ধরে মৃত্যুর রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে বাংলাদেশে। শনিবার আবারও ভেঙেছে মৃত্যুর আগের রেকর্ড। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৭ জন। এর আগে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু ছিল ৭৪ জন। তবে ২৪ ঘণ্টায় শনাক্ত কিছুটা কমেছে। গত একদিনে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৪৩ জন।

সবমিলিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৬১ জনের।

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

এ সময়ে ২৫ হাজার ১৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৭৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ৫৩ জন পুরুষ, বাকি ২৪ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়া ৯ হাজার ৬৬১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ২২৬ জন, নারী ২ হাজার ৪৩৫ জন।

এর আগে শুক্রবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৭ হাজার ৪৬২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়।

অন্যদিকে, চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ মৃত্যুর পাশপাশি করোনা শনাক্ত হয় ৫২৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত ছাড়িয়ে গেল ৪৪ হাজারের মাইলফলকে। মোট আক্রান্ত ৪৪ হাজার ৯১ জনের মধ্যে মধ্যে ৩৫ হাজার ৩২৭ জন নগরের ও ৮ হাজার ৭৬৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদের মধ্যে মারা গেছেন ৪১৪ জন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!