করোনায় রোহিঙ্গা ক্যাম্পে প্রথম মৃত্যু

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। ৭১ বছর বয়সী মৃত ব্যক্তি কক্সবাজারের উখিয়া ক্যাম্পে থাকতেন।

সোমবার (১ জুন) রাতে রোহিঙ্গা ক্যাম্পের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২ জুন) সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ ঘটনায় ৯ জন রোহিঙ্গাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এমআরএইচ ভূঁইয়া। তিনি বলেন, ইতোমধ্যে ক্যাম্পে বেশ কয়েকজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সের রয়েছে। তাদেরকে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!