করোনায় মারা গেলেন চট্টগ্রাম নৌ পুলিশ সদস্য

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম নৌ পুলিশে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ওমর ফারুক। সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওমর ফারুক নোয়াখালী জেলার হাতিয়ার নলছিড়া নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণসংযোগ) আবু বক্কর সিদ্দিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ওমর ফারুককে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মৃত্যু হয় তার।

ওমর ফারুক ২০০৩ সালে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এফএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!