করোনাকাণ্ডে অনির্দিষ্টকালের বন্ধে দৈনিক পূর্বকোণ

তিনজন আক্রান্ত ও তাদের মধ্যে একজনের মৃত্যুর পর করোনা পরিস্থিতিতে চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণের প্রিন্ট ভার্সন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সকল সংবাদ কর্মীদের নিজের অবস্থান থেকে কাজ করে অনলাইন সংস্করণ চালু রাখার নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (২৯ মে) দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেয়া হয়েছে। পূর্বকোণে কর্মরত এক সংবাদকর্মী তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যন্ত পূর্বকোণের বার্তা বিভাগের এক জ্যেষ্ঠ সাংবাদিক, ৪২ বছর বয়সী ফটো সাংবাদিকসহ মোট তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে আরাফাত হোসেন নামের একজন গত ২৫ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর তার নমুনা নেয়া হয়েছিল। বুধবার (২৭ মে) নমুনা পরীক্ষার রিপোর্ট এলে জানা যায় তিনি করোনায় পজিটিভ ছিলেন।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী আরাফাত পূর্বকোণ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নিউজ ফ্রন্টের হিসাব বিভাগের কর্মী ছিলেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!