করোনা আক্রান্ত সেই নারীর মেয়ের শ্বশুরবাড়িও লকডাউন

কক্সবাজারে প্রথম করোনা আক্রান্ত নারীর মেয়ের শ্বশুর বাড়িও লকডাইন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নের পূর্ব মিয়াজিপাড়ার ওই নারীর মেয়ের জামাইয়ের বাড়িটি লকডাউনের ঘোষণা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।

বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান রাশেদ বলেন, করোনা আক্রান্ত হওয়া নারীর মেয়ের শ্বশুর বাড়িটি আগামী ১৪ দিনের জন্য লকডাউনের নির্দেশ দিয়েছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ উল্লাহ মারুফ। এর প্রেক্ষিতে বাড়িটি লকডাউন করা হয়েছে। আগামী ১৪ দিন পরিষদের চৌকিদাররের নজরদারিতে থাকবে বাড়িটি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!