কম্বোডিয়ায় জিম্মি করে টাকার জন্য খবর পাঠায় চট্টগ্রামে

মিরসরাইয়ের যুবক সিআইডির হাতে ধরা

তারা প্রথমে চাকরি দেওয়ার নাম করে কম্বোডিয়ায় লোক পাঠায়। চাকরিপ্রার্থী লোক সেখানে পৌঁছার পর কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র। এবার তাদের জিম্মি করে দেশে খবর পাঠানো হয় টাকা দেওয়ার জন্য। দেশে থাকা পরিবার টাকা পরিশোধ করলে সাদা স্ট্যাম্পে সই নিয়ে তাদের ফেরত পাঠানো হয় ফের বাংলাদেশে।

বিদেশে চাকরি দেওয়ার নাম করে এমন অমানবিক কায়দায় প্রতারণার অভিযোগে ইফতেখার আহমেদ খান রনি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। দুই ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

কম্বোডিয়া থেকে ফেরত আসা ওই দুই ভুক্তভোগী চট্টগ্রাম নগরীর খুলশী থানায় মামলা করেছেন এ ব্যাপারে।

গ্রেপ্তার হওয়া ইফতেখার আহমেদ খান রনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া এলাকার সালেহ আহমদ খানের পুত্র। তার সঙ্গে আরও সংঘবদ্ধ একটি চক্র বিদেশে লোক পাঠিয়ে অভিনব কৌশলে টাকা আদায়ের এই কাজে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!