কমিউনিটি পুলিশিংয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুল শিক্ষার্থীদের বিপুল উচ্ছ্বাস

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন ক্যাটাগরিতে নগরীর বিভিন্ন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, এখন আমরা আরো বেশি জনবান্ধব হয়েছি। এই লক্ষ্যে আমরা কমিউনিটি পুলিশিং গঠন করেছি। সংকট সমাধানে প্রতি সপ্তাহে আমরা এলাকায় এলাকায় বসি। দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাব জনগণের সেবায়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অতিথিবৃন্দ
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অতিথিবৃন্দ

তিনি আরও বলেন, যে শিশু আজ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ নিয়ে ছবি আকঁছে তারা মৌলবাদী হতে পারে না।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক এমএ মালেক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (এমটি ও সরবরাহ) মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (পিওএম-বন্দর) হাসান শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আমির জাফর, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান
প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিআরবি শিরীষতলায় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

রিতা/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!