কক্সবাজার সমুদ্র সৈকতে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু

সাগরের নীল জলরাশি। পানির নিচে নেই ধারালো প্রবাল। সেইসঙ্গে নেই ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর কোনো ঝুঁকি। আর এসব সুবিধা কক্সবাজারকে করে তুলেছে সার্ফিংয়ের জন্য আদর্শ জায়গা। তারই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল দুপুরে কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টে পঞ্চমবারের মতো জাতীয় সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় ৫০ জন সার্ফার অংশ নিচ্ছে। সেখানে ১৬ নারী রয়েছে। এছাড়াও বেলজিয়াম, জার্মানিসহ ১৩ দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

coxsbazar-surfing-competitionউদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেন, বাংলাদেশের সার্ফিং এখন অনেক দূর এগিয়েছে। আমরা আশা করছি আগামীতে আরও ভাল করবে। সরকারের উচ্চ মহলকে অবহিত করা হচ্ছে। এখানে যেন একটা সার্ফিং ক্লাব করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আশরাফুল আবছার বলেন, সৈকতে আসা পর্যটকদের চিত্তবিনোদনের খোরাকই শুধু নয়, সমুদ্রে নামা মানুষের জীবন রক্ষাকারী হিসেবেও কাজ করছেন সার্ফাররা। আমরা মনে করছি আগামীতে একটি ক্লাব করা গেলে এ সার্ফাররা একদিন দেশের হয়ে বিদেশের মাটিতে আলো ছড়াবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!