কক্সবাজার সদর উপজেলার ৩৩০ পরিবার পেল ত্রাণসামগ্রী

কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া ৩৩০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) পৃথকভাবে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিকেল ৫টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৪০ মুচি ও ৬০ অসহায় পরিবারের মাঝে আইডিআরএফ এর অর্থায়নে গ্লোবাল সেবা সংস্থার সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মিল্টন রায় ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

কক্সবাজার সদর উপজেলার ৩৩০ পরিবার পেল ত্রাণসামগ্রী 1

এছাড়া একই দিন বিকেল ৪টায় সোশ্যাল এইড কক্সবাজারের উদ্যোগে সদর উপজেলার অসহায় ২৩০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

দক্ষিণ খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মিল্টন রায়।

এ সময় ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!