কক্সবাজার রুটে বিমান ভাড়ার বৈষম্য কমানোর সুপারিশ

কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের বিজনেস ও ইকোনমি ক্লাসের ভাড়ায় বৈষম্য কমিয়ে আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠকে কক্সবাজার-ঢাকার রুটে বিমান ভাড়ার বৈষম্য কমিয়ে সমতা নিয়ে আসতে সুপারিশ করা হয়।

ঢাকা-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাসের ভাড়া সর্বনিম্ন ১০ হাজার ৭২৫ থেকে সর্বোচ্চ ১১ হাজার ৭২৫ টাকা। অন্যদিকে ইকোনমি ক্লাসের ভাড়া ৪ হাজার ৪০০ থেকে ৯ হাজার ১০০ টাকা। এ হিসেবে বিজনেস ও ইকোনমি ক্লাসের ভাড়ার বৈষম্য সর্বোচ্চ ৬৩২৫ থেকে সর্বনিম্ন ২৬২৫ টাকা।

দেশের ভেতরে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাস রয়েছে। এছাড়া অন্য রুটে ইকোনমি ক্লাসে যাত্রীদের সেবা দিয়ে থাকে বাংলাদেশ বিমান। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট রুটে বিজনেস ক্লাসের ভাড়া ৯ হাজার ৭০০ থেকে ১০ হাজার ২০০ টাকা পর্যন্ত। আর ইকোনমি ক্লাসের ভাড়া ৩ হাজার ৫০০ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ।

এ বৈঠকে বিমানবন্দরে যাত্রীদের হয়রানি ঠেকানো, কার্গোর ব্যবস্থাপনা ও ভিআইপি লাউঞ্জের ব্যবহার নিয়েও আলোচনা হয়। সংসদীয় স্থায়ী কমিটি কক্সবাজার অঞ্চলকে আধুনিকায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সমন্বিতভাবে সভার আয়োজন করারও সুপারিশ করে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!