কক্সবাজার যাওয়ার পথে ঘাতক ট্রাক কেড়ে নিল ৪ পর্যটকের প্রাণ

প্রাইভেট কারে করে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় ঘাতক ট্রাক কেড়ে নিল ৪ পর্যটকের প্রাণ। কার-ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহতের পাশাপাশি প্রাইভেট কারটির আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে নিহত চারজনের মধ্যে একজনের নাম মো. হারুন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি লোহাগাড়ার বাসিন্দা, বাকি যাত্রীদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা যায়, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে করে কক্সবাজার যাচ্ছিলেন হারুনসহ পাঁচ পর্যটক। কিন্তু বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাকটি সামনে থেকে ধাক্কা দেয় কারটিকে। এতে কারটি সম্পূর্ন দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।

পরবর্তীতে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

তবে ঘটনার পর পরই ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যায় বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

ওসি আতিকুর আরো জানান, আমরা ঘাতক ট্রাকটির চালককে আটকের চেষ্টা করছি এবং নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিচ্ছি।

বিএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!