কক্সবাজার বেড়াতে গিয়ে ইয়াবা পাচার, মোটর সাইকেল সহ ধরা দুই যুবক

কক্সবাজারে বেড়াতে গিয়ে মোটর সাইকেলে করে চট্টগ্রাম শহরে ইয়াবা আনতে গিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই যুবক। র‌্যাব বলছে, তারা দীর্ঘদিন ধরে একই পদ্ধতিতে ইয়াবা বহন করে আসছিলেন তারা। এসময় ৪০ হাজার পিস ইয়াবার পাশাপশি তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী এলাকায় চেক পোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ।

গ্রেপ্তার মো. রমিন (২৩) ও খোরশেদ আলমের (১৯) বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেতুয়া এলাকায়।
এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে তারা চকরিয়া থেকে চট্টগ্রামে আসার পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও জব্দ করা হয়েছে। তারা অনেক দিন যাবৎ এরকম বেড়ানোর ছলে মোটর সাইকেল ব্যবহার করে ইয়াবা পাচারে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।’

এনজে/এডি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!