কক্সবাজারে ৬ রোহিঙ্গাসহ আরও ৯৯ জনের করোনা পজিটিভ

কক্সবাজারে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সোমবার (৮ জুন) ৬ রোহিঙ্গাসহ নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯৯ জন। আজও শনাক্তের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে কক্সবাজার সদর উপজেলা। একইসঙ্গে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বান্দরবানের আরও ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে এসব তথ্য জানান কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

তিনি বলেন, সোমবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রোহিঙ্গাসহ নতুন শনাক্ত হয়েছে ১২৬ জন। নতুন শনাক্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪৭ জন, উখিয়া উপজেলায় ১৪ জন, রামু উপজেলায় ১২ জন, চকরিয়া উপজেলায় ১০ জন, পেকুয়া উপজেলায় ৫ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ৪ জন, লোহাগাড়া উপজেলায় ৯ জন, সাতকানিয়া উপজেলায় ৪ জন, বান্দরবানে ১৪ জন ও রোহিঙ্গা ৬ জন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!