কক্সবাজারে ২ মাদক পাচারকারীর ৫ বছর কারদণ্ড

কক্সবাজারের একটি আদালত মাদক মামলায় ২ জনকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। কারদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম পানখালির মোস্তাক আহমদের পুত্র মো. ফোরকান ও একই এলাকার মৃত আবুল হাশেমের পুত্র মো. জসিম।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদিন মাদক মামলায় আসামিদের এই কারদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘২০১৭ সালের ২ ডিসেম্বর রামু উপজেলার তুলাবাগান এলাকায় সিএনজি অটোরিকশায় তল্লাশিকালে ৩ হাজার পিস ইয়াবাসহ ফোরকান ও জসিমকে আটক করে রামু ক্রসিং হাইওয়ে থানার একদল পুলিশ। ওই ঘটনায় ওই থানার এএসআই তছলিম উদ্দিন বাদি হয়ে রামু থানায় মাদক আইনে ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার জসিম ও ফোরকানকে ৫ বছর করে কারদণ্ড দেয়া হয়।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!