কক্সবাজারে ২৬ নমুনা পরীক্ষায় ৮ রোহিঙ্গার করোনা পজিটিভ

কক্সবাজারে নতুন করে ৮ রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার (২২ মে) কক্সবাজার মেডিকেল কলেজে ২৬ জন রোহিঙ্গার নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা। নতুন করে করোনা শনাক্ত হওয়া ৮ জন রোহিঙ্গাসহ আজ শুক্রবার পর্যন্ত মোট ২১ জন রোহিঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত হলো।

৮ জন করোনা শনাক্ত রোহিঙ্গার মধ্যে নারী ৫ জন এবং ৩ জন পুরুষ। এদের মধ্যে ৭ জন রোহিঙ্গা ৬ নম্বর শরণার্থী ক্যাম্পের ও একজন ২৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট গত ২১ মে থেকে দুটি ভাগে দেওয়া হচ্ছে। কারণ রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়। সেজন্য তাদের আলাদাভাবে পরীক্ষা করা হচ্ছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!