কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, পিতা-পুত্র নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় যাত্রীবাহি সৌদিয়া ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছে।
এ ঘটনায় আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-খুটাখালী ইউনিয়নের হেতালিয়া পাহাড় এলাকার মৃত ছাবের আহমদের পুত্র অটোরিক্সা চালক নুরুল আলম নুরু (৩৩) ও তার পুত্র স্থানীয় জলিলিয়া ইবতেদায়ী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র মনুর আলম (৮)।

আহতরা হলেন-নিহত চালক নুরুর স্ত্রী ময়কুন নাহার, তার ছোট পুত্র আবদুর রহিম ও মামাতো ভাই নুরুল আলম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-চালক নুরু ঘটনার সময় নিজেই অটোরিক্সা চালিয়ে পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মইক্ক্যাঘোনা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী যাত্রীবাহি সৌদিয়া বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক নুরু ও তার পুত্র মনুর আলমের। খুটাখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার আবদুল আওয়াল চট্টগ্রাম প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে জানান-নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি তাদের হেফাজতে রাখা হয়েছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!