কক্সবাজারে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ২

কক্সবাজারে মালবাহী জাহাজের ধাক্কায় একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মাঝিসহ ১০ জন জীবিত উদ্ধার হলেও এখনও ২ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা হলেন- কক্সবাজার সদরের খুরুশকুল ঘোনারপাড়ার আনর আলীর পুত্র নুরুল আলম ও পূর্ব হামজার ডেইল এলাকার আব্দুল জলিলের পুত্র আব্দু রহিম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে কক্সবাজারে ইনানী সমুদ্র সৈকতের অদূরে এ ঘটনা ঘটে।

জীবিত ফিরে আসা এফবি সায়েমের মাঝি সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘ইনানী সমুদ্র সৈকতের দূরবর্তী এলাকায় মাছ শিকাররত অবস্থায় তাদের ধাক্কা দেয় একটি মালবাহী জাহাজ। মুহূর্তের মধ্যে ১২ জন মাঝি-মাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়। কিছুক্ষণ পর ১০ জন সাঁতরে কূলে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে আরও ২ জন।’

এফবি সায়েম ফিশিং ট্রলারের মালিক সদরের খুরুশকুল ঘোনারপাড়ার ছৈয়দ উল্লাহ বলেন, ‘নিখোঁজ জেলে ও ট্রলারটি বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে। কিন্তু এখনো কোনো সন্ধান পায়নি।’

বিষয়টি নিশ্চিত করেছেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!