কক্সবাজারে চাকা ফেটে এনজিওর গাড়ি খাদে, আহত ৬

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চাকা ফেটে এনজিওর একটি মাইক্রোবাস খাদে পড়ে চালকসহ ৬ কর্মী আহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহেশখালীয়া পাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িটি আন্তর্জাতিক এনজিও সংস্থা সলিডারিটিসের।

আহতরা হলেন, জয়নাল আবেদীন, মাজেদুল ইসলাম, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ হোবাইব, ফজলুল হক ও খোরশেদ আলম। আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে জয়নাল ও মাজেদের অবস্থা আশংকাজনক হওয়ায় দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনজিও সংস্থা সলিডারিটিসের এইচআর (টেকনাফ অফিস) নাজমুল আবেদীন। তিনি বলেন, ‘চাকমারকুল রোহিঙ্গা শিবির থেকে ফেরার পথে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, ‘দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!