কক্সবাজারে করোনায় আক্রান্ত ৬৯ পুলিশ সদস্য

করোনাকালে দায়িত্বপালন করতে গিয়ে কক্সবাজার জেলা পুলিশের ৬৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তিনি বলেন, ১৭ জুন বুধবার পর্যন্ত কক্সবাজার জেলায় কর্মরত পুলিশ বাহিনীর ৬৯ জন সদস্য সরকারি দায়িত্বপালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। অসংখ্য সদস্যের পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায় নি। দেড় শতাধিক সদস্যকে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনজন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা এখন উন্নতির দিকে। এটা আসলে জেলার সার্বিক আক্রান্তেরই একটা অংশ।

পুলিশ সুপার আরও বলেন, এত ঝুঁকির মধ্যেও অপরাধ নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ। তাদের কোয়ারেন্টাইন-আইসোলেশন কেন্দ্রে উন্নত খাবার সরবরাহসহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আমাদের নিজস্ব সরকারি অ্যাম্বুলেন্সের পাশাপাশি শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য একটি উন্নতমানের অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। কক্সবাজারে কর্মরত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে মাননীয় সংসদ সদস্যবৃন্দ আমাদের সদস্যদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!