কক্সবাজারে একদিনে ৩৫ জনের করোনা পজিটিভ, সদরেই ২০

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে নতুন শনাক্ত ৩৬। এছাড়া তিনজনের ফলোয়াপ রিপোর্ট।

৩৬ জনের মধ্যে কক্সবাজার জেলার ৩৫ জন। বাকি একজন চট্টগ্রামের লোহাগাড়ার। জেলায় নতুন শনাক্তদের মধ্যে কক্সবাজার সদরের ২০ জন, উখিয়ার ৬ জন, চকরিয়ার ৯। এছাড়া চট্টগ্রামের লোহাগড়ার একজন।

মঙ্গলবার (২৬ মে) বিকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ৫৫ দিনে মোট ৫ হাজার ৫০৫ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয়।

তারমধ্যে ৪৯৬ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ২৮ জন, টেকনাফে ১৫ জন, উখিয়ায় ৫২ জন, রামু ৭ জন, চকরিয়ায় ১৪১ জন, কক্সবাজার সদরে ১৪০ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ২৯ জন রোহিঙ্গা।

অন্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুন্ড, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!