কক্সবাজারে একদিনে করোনা শনাক্ত ৪৬

কক্সবাজারে নতুন করে করোনায় পজিটিভ হয়েছেন ৪৬ জন। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে উখিয়া উপজেলায়। বুধবারের নতুন শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে ২০ জনই উখিয়া উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের নমুনা পরীক্ষায় একদিনে সর্বাধিক ৬১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে মধ্যে ৪৬ জন নতুন রোগী ও ১৫ জন ফলোআপ রোগী আছেন। বুধবার (২৭ মে) করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়। এছাড়া ২৮০ জনের মধ্যে ২১৯ জনের রিপোর্ট নেগেটিভ রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, নতুন শনাক্তদের মধ্যে কক্সবাজার জেলার ৪০ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ জন এবং বান্দরবান জেলার ৩ জন রয়েছেন। নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী মিলেছে উখিয়া উপজেলায়। এই উপজেলায় একদিনে সর্বাধিক ২০ জন রোগী শনাক্ত হয়েছে।

এছাড়াও ফলোআপ রোগীদের মধ্যে পজিটিভ রয়েছেন চকরিয়া উপজেলার ১০ জন, রামু আইসোলেশনের দুইজন ও রোহিঙ্গা শরণার্থী ৩ জন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!