কক্সবাজারে উপসর্গ নিয়ে হাসপাতালে এসে দুই ঘণ্টায় মৃত্যু

নারীসহ ২ জনের মৃত্যু

কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে ২ ঘণ্টার মধ্যে মারা গেছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ও দিবাগত রাতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এই দুজন মারা যান।

তারা দুজনই কক্সবাজার শহরের বাসিন্দা। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হল। কক্সবাজার সদর হাসপাতাল এবং মৃতদের পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের ডা. শাহীন আবদুর রহমান জানান, কক্সবাজার শহরের এসএম পাড়ার স্থানীয় শের আলীর স্ত্রী নুরুন্নাহার (৫৫) মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তিনি কয়েকদিন আগে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ ছিল।

অন্যদিকে কক্সবাজার শহরের আবুল হাশেম (৫৫) মঙ্গলবার বেলা ২টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। হাসপাতালে ভর্তি হওয়ার দুই ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়েছে। তিনি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।

এর আগে সোমবার রাতে উপসর্গ নিয়ে একজন এবং সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় করোনা শনাক্ত এক বৃদ্ধ মারা যান।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!