কক্সবাজারে আ.লীগ শ্রমিকলীগ নেতা ও মেয়র পরিবারের ৫ জনসহ করোনা পজিটিভ ৮৪

কক্সবাজারে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। হঠাৎ কক্সবাজার সদরে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এখানকার সাধারণ মানুষ।

সর্বশেষ সোমবার (১ জুন) কক্সবাজার জেলায় নতুন করে ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫ জনই কক্সবাজার সদর উপজেলার। নতুন শনাক্তের মধ্যে সদরের নতুন বাহারছড়ার ৩৮ বছর বয়সী এক আওয়ামীলীগ নেতা, ৩৬ বছর বয়সী এক শ্রমিকলীগ নেতা, কক্সবাজার পৌরসভার মেয়রের ছেলে-মেয়ে, ভাইয়ের স্ত্রী, ভাইপো-ভাতিজিও রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) মোট ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় ৯২ জনের। এছাড়া একইদিন ফলোআপ পরীক্ষায় পুরাতন ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও প্যাথলজি বিভাগের প্রধান ডা. রুপেশ বড়ুয়া জানান, কক্সবাজার জেলায় নতুন শনাক্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৫ জন, রামু উপজেলায় ২২ জন, চকরিয়া উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, পেকুয়া উপজেলায় ২ জন। এছাড়া রোহিঙ্গা ৫ জন, চট্টগ্রামের চান্দগাঁও এলাকার ১ জন, সাতকানিয়ার ১ জন রোগী রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার (১ জুন) পর্যন্ত মোট ৭ হাজার ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৮৮ জন আর করোনামুক্ত হয়েছেন ১৬২।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!