কক্সবাজারে অস্ত্রসহ ২ ডাকাত আটক

কক্সবাজার শহরতলীর নাজিরারটেক এলাকা থেকে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ডাকাতেরা হলেন মো.শাহজাহান ও মো. নুর হোসেন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও একটি দেশি রাম দা উদ্ধার করা হয়।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে কক্সবাজার শহরতলীর নাজিরারটেক সমুদ্র সৈকত এলাকায় একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে বিসিজি স্টেশন মহেশখালীর একটি নিয়মিত টহল দল সেখানে পৌঁছালে ডাকাতদল কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে শাহজাহান ও নুর হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!