কক্সবাজারে অবৈধ ৫ মোটরসাইকেল জব্দ

অভিযানে মামলাও হয় ৩০টি

কক্সবাজার শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে থানা পুলিশ।

যাদের কাগজপত্র সঠিক মিলবে না তাদের বিরুদ্ধে জরিমানাসহ নানা আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। মূলত করোনাকালীন সময়ে সড়কে গাড়ি কমানোর উদ্যোগের অংশ হচ্ছে এটি। ১৫ মে থেকে শুরু হওয়া এই অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর পর্যন্ত অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ৩০টির মত মামলা হয়েছে। আর জব্দ হয়েছে ৫টি মোটরসাইকেল।

কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক জানান-যারা অবৈধভাবে মোটরসাইকেল চালাচ্ছে তাদের জন্য আমাদের এ অভিযান। যারা হেলমেট, গাড়ির কাগজ সঙ্গে রাখবেনা তারা এ অভিযান থেকে রেহায় পাবে না।

তিনি আরও জানান- অনেকে তিন লাখ টাকায় গাড়ি কিনেন। কিন্তু এক হাজার টাকা খরচ করে একটি হেলমেট কিনেনা। এ অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!