কক্সবাজারের ২ প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

পরিবেশের ছাড়পত্রের শর্ত ভঙ্গ করা ও নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করায় কক্সবাজার সদরের মেসার্স দিবা ব্রিকস প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়াও পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় কক্সবাজারের মো. সেলিম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

তিনি বলেন, ‘ছাড়পত্র নবায়ন না করে ইটভাটা পরিচালনা ও পাহাড় কাটার কারণে পরিবেশ দূষণের দায়ে দুই ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

জরিমানা আরোপের পাশাপাশি পরিবেশ আইন মানার ও নিয়ম অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়। এতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করা হয় বলেও জানান পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!