কক্সবাজারের রিসোর্টে ‘খুন’ সেই তরুণীর ‘স্বামী’ ধরা পড়েছে ঢাকায়

কক্সবাজার শহরের ‘আমারি রিসোর্টের’ কক্ষ থেকে ফারজানা আক্তার (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনার চার দিন পর র‌্যাব তার কথিত স্বামীকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদ সাগর নামের ওই যুবককে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই তরুণীকে ‘হত্যা’র ঘটনায় অভিযুক্ত।

স্বামী পরিচয়ে ফারজানার সঙ্গে রিসোর্টে ওঠা সাগর নামে ওই যুবক ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

গত ১৮ সেপ্টেম্বর সাগর ও ফারজানা স্বামী-স্ত্রী পরিচয়ে ‘আমারি রিসোর্টে’ ওঠেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে সাগর বা ফারজানা কেউই বের হচ্ছিলেন না। তখন সন্দেহ হলে রিসোর্টের লোকজন দরজা ভেঙে ফারজানার মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওই হোটেলের নথিতে নিবন্ধন মতে, নিহত তরুণীর নাম ফারজানা আক্তার (২৩)। তিনি কুমিল্লা জেলার সদর উপজেলার বাগদিয়া ইউনিয়নের কল্যানদী এলাকার মোহাম্মদ সাগরের স্ত্রী। তার স্বামী সাগর ওই এলাকার মো. জয়নাল মিজির ছেলে। ঘটনার পর থেকে মোহাম্মদ সাগর পলাতক ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!