কক্সবাজারের ইয়াবা কর্ণফুলীতে ধরা র‍্যাবের হাতে

ইয়াবা নিয়ে আসার সময় চট্টগ্রামের কর্ণফুলীতে ৫ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ ৫ রোহিঙ্গা কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মইজ্জেরটেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলা উখিয়া থানার বালুখালী এলাকার আমির হোসেনের ছেলে হোসেন আহম্মদ (২৫), মৃত সৈয়দ হোসেনের ছেলে রহিম মোল্লা (২৫), কবির আহম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ (৩০), আবু আহম্মদের ছেলে আজিজুল হক (৩২) ও বান্দরবান জেলা রেইছা বাজার এলাকার জাফর আলমেরর ছেলে সৈয়দ আলম (৩৫)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় চেকপোস্ট বসিয়ে ৫ জন ইয়াবা কারবারিকে আটক করা হয়। তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে থানায়। বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, মাদককারিরা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিল বলে জানিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!