ওয়াসার পাইপে চসিকের কোপ, পানিতে সয়লাব সিরাজউদ্দৌলা রোড

সংস্কারের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন কাটতে গেল সড়ক। অসতর্কতায় কেটে গেল সড়কের নিচে থাকা ওয়াসার পাইপ। এতে পানিতে সয়লাব হয়ে গেল গোটা এলাকা। ওয়াসার জরুরি বিভাগের লোকজনের এই পাইপ মেরামত করে পানি বন্ধ করতে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রামের চকবাজারের নবাব সিরাজউদ্দৌলা রোডে এ পাইপটি কেটে যায়।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মকসুদ আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নবাব সিরাজউদ্দৌলা রোডে সংস্কার কাজ চলছিল। সড়ক সংস্কারের এক পর্যায়ে ওয়াসার পাইপ ফেটে যায়। এতে প্রায় ঘণ্টা ধরে পানি সড়কে উপর প্রবাহিত হয়। পরে ওয়াসার জরুরি বিভাগের প্রকৌশলীরা গিয়ে পাইপ মেরামত করে পানি বন্ধ করে।’

তিনি আরও বলেন, ‘বারবার তাগদা দেয়ার পরও চট্টগ্রাম সিটি করপোরেশন সতর্কভাবে সড়ক সংস্কারের কাজ করছে না। তাদের গাফিলতিতে ওয়াসার পাইপলাইন ক্ষতিগ্রস্থ হচ্ছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলমকে এ বিষয়ে জানতে মুঠোফোনে কল দিলে তিনি চসিকের পক্ষ থেকে সাংবাদিকদের তথ্য দিতে নিষেধ রয়েছে বলে জানান।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!