ওম্যাক্স ফ্যাশন শো-রুমের ইফতার মাহফিল

ওম্যাক্স ফ্যাশন শো-রুমের ইফতার মাহফিল 1ওম্যাক্স ফ্যাশন অল ইন ওয়ান মার্কেট এর ব্যবস্থাপনায় “দারিদ্র্য বিমোচনে জাকাত অনন্য মাইল ফলক” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৩ জুন মঙ্গলবার অক্সিজেনস্থ শাহজাহান মার্কেটের ২য় তলায় শো-রুমে অনুষ্ঠিত হয়। ওম্যাক্স ফ্যাশনের স্বত্বাধিকারী হাজী সৈয়দ মুহাম্মদ সেলিম এর সভাপতিত্বে রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইমামে আহলে সুন্নাত, শায়খুল মাশায়েখ হযরাতুলহাজ্ব কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মজিআ)। উদ্বোধনী বক্তব্য রাখেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) কেন্দ্রীয় সভাপতি পীরে তরিকত আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে রজভীয়া নুরীয় বাংলাদেশ এর সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার আরবী প্রভাষক আল্লামা আজিজুর রহমান আলকাদেরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাস্সান ইসলামী সাংষ্কৃতিক ফোরাম এর মহাসচিব শায়ের মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী, চৌহরভী ফ্রেন্ডসীপ সোসাইটির সভাপতি হাফেজ মুহাম্মদ শওকত, মুহাম্মদ বোরহান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ লাভলুসহ চৌহরভী ফ্রেন্ডসীপ সোসাইটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সঠিক পন্থায় জাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে এগিয়ে আসতে হবে। সমাজের মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করাই যাকাতের উদ্দেশ্য। কিন্তু বর্তমান সমাজে জাকাতের নামে যে নি¤œমানের কাপড় দান করা হচ্ছে এবং গরিবদেরকে ৫০/১০০ টাকা করে দেওয়া হচ্ছে তাতে কোনোদিনও দারিদ্র্য নির্মূল হবে না। জাকাতের টাকায় গরিবদের দারিদ্র্য স্থায়ীভাবে দূর করতে পরিকল্পিতভাবে জাকাত দিতে হবে। যারা লোক দেখানোর জন্য জাকাতের নামে এসব প্রতারণামূলক কাজ করছে তাদের জন্য পরকালে শাস্তির বিধান রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!