ওমানে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার যুবক নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় আশিষ কুমার সুশীল (৩১) নামের চকরিয়ার এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টায় ওমানের ছাহালে এলাকা এ দুর্ঘটনা ঘটে। রোববার (৪ জুলাই) সকালে মৃত্যুর খবরটি পরিবারের কাছে পৌঁছে।

নিহত আশিষ কুমার সুশীল চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীল পাড়ার মৃত মধু রাম শীলের ছেলে। সাত ভাই-বোনের মধ্যে আশিষ পঞ্চম।
নিহত আশিষের আত্মীয় ও কৈয়ারবিল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা তাপস সুশীল অভি বলেন, ২০১২ সালে আশিষ ওমানে যায়। সেখানে একটি গাড়ির ওয়ার্কসপে কাজ করতো। ২০১৪ সালে দুই মাসের জন্য একবার দেশেও এসেছিলো। নিজের কষ্টের আয় থেকে পরিবারের জন্য টাকাও পাঠাচ্ছিলো। মোটামুটি ভালোই যাচ্ছিল বৃদ্ধা মা-কে নিয়ে তাদের সাত ভাই-বোনের সংসার।

শনিবার রাত ৮টার দিকে ওমানের ছাহালের সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে নিহত হয় আশিষ। এতে নিভে যায় তার স্বপ্ন। আমাদের ইচ্ছে ছিলো দূর্গা পূজায় দেশে আসলে সবাই মিলে খুব আনন্দ করবো।

আশিষের বৃদ্ধা মা শোভা রানী শীল কান্নাজড়িত কণ্ঠে জানান, আসছে দূর্গা পূজার আগে দেশে আসার কথা ছিলো আমার আশিষের। তাকে ভালো একটি মেয়ে দেখে বিয়ে দেয়ার পরিকল্পনাও ছিলো। আমার আশিষকে এভাবে হারাতে হবে জানলে ওকে বিদেশ পাঠাতাম না।

আশিষের বড় ভাই অরুণ কান্তি শীল বলেন, সবকিছু এভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। আমার ছোট ভাই আশিষের মরদেহ দেশে আনতে চাই। সেজন্য সরকারের সহায়তা কামনা করছি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!