ওমানে করোনায় মারা গেলেন চট্টগ্রামের যুবক

চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের মো. ফরমান উল্লাহ (৪৮) নামে ওমান প্রবাসী এক যুবক করোনায় মারা গেছেন।

বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টায় ওমানের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম ডি জুনায়েদ।

নিহত ফরমান উল্লাহ বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী মিয়া পাড়ার মৃত সেলিম উল্লার পুত্র। তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

নিহতের ভাই হেফাজত উল্লাহ জানান, নিহত ফরমান প্রায় ১১ বছরের অধিক সময় ওমানে প্রবাস জীবন অতিবাহিত করেন। করোনাকালে বাংলাদেশে লকডাউনের কিছু আগে তিনি ওমানে পাড়ি জমান। গত প্রায় ৪০ দিন আগে শারীরিক অসুস্থতা দেখা দিলে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর করোনা পরীক্ষায় পর পর তিনবার রিপোর্ট পজিটিভ আসে। চতুর্থবার নেগেটিভ রিপোর্ট এলেও বুধবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টার দিকে ওমানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ফরহান।

নিহত ফরমান উল্লাহর বন্ধু মুহাম্মদ খালেদ দেওয়ান বলেন, ফরমানের ওমানে খাবার কেন্টিন ছিল। প্রায় ২০দিন আগে থেকেই করোনা নিয়ে ওমানের একটি হাসপাতালে ভর্তি ছিল সে। আজ (বুধবার) সকালে খবর পেলাম চিকিৎসাধীন অবস্থায় এই রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। ফরমানের দাফন ওমানে সম্পন্ন হবে বলেও জানান তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!