ওজন বাড়াতে চিংড়িতে বিষাক্ত জেলি, দণ্ড ২০ হাজার

অধিক মুনাফার লোভে চিংড়ির ওজন বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়েছে অসাধু মাছ ব্যবসায়ীরা। চিংড়ি মাছের অত্যাধিক চাহিদার সুযোগ নিয়ে তারা ইনজেকশনের মাধ্যমে চিংড়ির পেটে জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে দিচ্ছে। এমন অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে উপজেলার কালাবিবি দীঘির মোড় মাছের আড়তে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান আহমদ অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ কেজি চিংড়ি মাছ জব্দও করেন তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান আহমদ বলেন, চিংড়ির চাহিদা বেশি থাকায় চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়াচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। ওজন বাড়িয়ে ক্রেতাদের ঠকানো সম্প্রতি বেশ কিছু অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। ব্যবসায়ীদের এমন অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় আর্থিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!