ওজনে কম—নোংরা পরিবেশ, জেবি অয়েল মিলকে লাখ টাকা জরিমানা

ওজনে কম, নোংরা পরিবেশ ও ভেজাল তেল তৈরি করার অপরাধে নামির গ্রুপ অব কোম্পানির জেবি অয়েল মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।

এসময় জেবি অয়েল মিলের মালিক অসীম সিংহকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এ বিচারক।

অভিযানে কর্ণফুলী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনোয়ারা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. নোমান হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, যারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন পণ্য তৈরি করে এবং ওজনের কম দিয়ে পন্য বাজারজাত করছে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!