এস আলমের স্কুল পেল উচ্চ মাধ্যমিক পড়ানোর অনুমতি

চট্টগ্রামের পটিয়ার এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজকে উচ্চ মাধ্যমিকের পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অনুমতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিজস্ব তহবিল থেকে পরিশোধ করার শর্তে প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিকের পাঠদানের অনুমতি দেওয়া হলো।

এস আলমের স্কুল পেল উচ্চ মাধ্যমিক পড়ানোর অনুমতি 1

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ২০১৫ সালে পটিয়া পৌরসভা এলাকায় স্কুলটি প্রতিষ্ঠা করেন। এতে ইংরেজি মাধ্যমে প্লে থেকে স্ট্যান্ডার্ড সিক্স এবং বাংলা মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পাঠদান হয়ে আসছিল। সর্বশেষ পাওয়া গেল উচ্চ মাধ্যমিকে পাঠদানের অনুমতিও।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!