এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে পুড়ে গেল শ্রমিক, উড়ে গেছে টিনের ছাউনি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস আলম গ্রুপের মালিকানাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে শাহাদাত হোসেন নামের এক শ্রমিক দগ্ধ হয়েছেন। বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ বর্তমানে শেষের পথে।

শনিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪টায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

জানা যায়, ওয়েলডিং মেশিনে ঝালাই করার সময় স্পার্ক ও রাসায়নিক থিনারের সংস্পর্শে এই বিস্ফোরণ হয়। এতে শাহাদাতের ডান হাত ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় একটি কক্ষের টিনের চাল উড়ে গেছে।

আহত শাহাদাতকে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

দগ্ধ শাহাদাত হোসেন (২২) সিয়ান থং কোম্পানির শ্রমিক। তিনি গন্ডামারার মো. আব্দুল মান্নানের ছেলে।

বিদ্যুৎকেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. ফারুক বলেন, ‘আহত শাহাদাতকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। ওয়েলডিংয়ের সময় বিদ্যুতের স্পার্ক ও রাসায়নিক থিনারের সংস্পর্শে এই দুর্ঘটনা ঘটে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!