এসপি মাসুদ-ওসি প্রদীপ— হোয়াটসঅ্যাপে কী কথা দুজনার?

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সঙ্গে টেকনাফ থানার সদ্য বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাসের আরেকটি কথোপকথনের অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। মোবাইলে দুই মিনিটের সেই কথোপকথনের শেষদিকে এসে এসপি মাসুদের সঙ্গে বিশেষ গোপনীয়তার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলার আগ্রহ প্রকাশ করেন ওসি প্রদীপ। তবে হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে পরে কী কথা হয়েছে, সেটি আর জানা যায়নি।

তার আগে মোবাইলে ২ মিনিটের কথোপকথনটি ছিল এরকম—

ওসি প্রদীপ: হ্যালো, আদাব স্যার।

এসপি মাসুদ: আচ্ছা… ওই লোকটার পরিচয় বলেন তো, সাথে যে লোকটাকে পাইছেন।

ওসি প্রদীপ: স্যার এর নাম হচ্ছে… (এই এতের নাম বলেন তো)। স্যার সিফাত, স্যার সিফাত। (বাপের নাম বল)। স্যার সিফাত, বাপের নাম নূর মোস্তফা।

এসপি মাসুদ: নূর মোস্তফা, ঠিকানা?

ওসি প্রদীপ: (ঠিকানা বল, বরিশাল কোথায়?)

ওসি প্রদীপ: স্যার বামনা থানা বরগুনা।

এসপি মাসুদ: বামনা থানা বরগুনা। সে কিসের ফটোগ্রাফার।

ওসি প্রদীপ: স্যার সে.. ওরা নাকি স্যার এক মাস যাবত নীলিমা রিসোর্ট স্যার.. নীলিমা রিসোর্ট.. অ্যাঁ… এটা কোন জায়গায় হিমছড়ি।

এসপি মাসুদ: এইটা পাইছি। সে কিসের ফটোগ্রাফার।

ওসি প্রদীপ: ওরা স্যার এক মাস যাবত বিভিন্ন পাহাড়ে ছবি তুলতেছে ট্রাইবাল, অ্যাঁ… ট্রাইবালের উপরে স্যার, ট্রাইবালের উপরে নাকি একটা ইয়া করবে.. ইউটিউব ফিল্ম বানাবে স্যার।

এসপি মাসুদ: হুম।

ওসি প্রদীপ: ইউটিউব ফিল্ম বানানোর জন্য যে আর্মির ড্রেস পরা আছে সে হচ্ছে প্রোডিউসার।

এসপি মাসুদ: হুম।

ওসি প্রদীপ: ওর নাম হচ্ছে সি.. (পাশ থেকে কেউ নাম বলে দিচ্ছেন) সিনহা মোহাম্মদ রাশেদ খান। (ঢাকা থেকে এসে বিভিন্ন জায়গায় ছবি তুলে বেড়াচ্ছে। আমার ক্যামেরা চেক করলে সে সমস্ত ছবি তুলতে পাবেন। আমরা আজকেও ঠিক একইভাবে পাহাড়ে আসছি ছবি তোলার জন্য।)

এসপি মাসুদ: রাতে কেন?

ওসি প্রদীপ: ওরা স্যার ছবি তুলে ফিরতেছিল।

এসপি মাসুদ: না, রাত ৯টায় কেন?

ওসি প্রদীপ: (পাশে থাকা কাউকে জিজ্ঞেস করছেন এত রাত পর্যন্ত কেন?) হ্যাঁ, ও রাতের ছবি! ওরা রাতের ছবি নিতে আসছিল।

এসপি মাসুদ: এটা কি স্টিল ছবি না ভিডিও।

ওসি প্রদীপ: (তোমরা ভিডিও নাকি স্টিল ছবি তোল)।

ওসি প্রদীপ: দোনোটাই করে স্যার, ভিডিও করে, স্টিল ছবিও তোলে।

এসপি মাসুদ: তারা এই রকম আসবে এটা কেমন কথা? দেড় মাস যাবত কী ছবি তোলে?

ওসি প্রদীপ: এরা স্যার বিভিন্ন জায়গায় তোলে, হিমছড়িতে তুলছে, আমাদের টেকনাফে আসছে। (আর কোন জায়গায় গেছিলি?)।

ওসি প্রদীপ: স্যার একটু হোয়াটসঅ্যাপে কথা বলতে চাচ্ছিলাম।

এসপি মাসুদ: হ্যাঁ।

ওসি প্রদীপ: স্যার, হোয়াটসঅ্যাপ নাই? আমি একটু কথা বলতে চাইছিলাম।

এসপি মাসুদ: হোয়াটসঅ্যাপ? প্রাথমিক তথ্য আগে যেইটা পাইছি আগে সেটা জানাই, তারপর ইয়া করিয়াম, ঠিক আছে।

ওসি প্রদীপ: স্যার আমি, আরও জিজ্ঞাসাবাদ চলতেছে… আমি…।

এসপি মাসুদ: আচ্ছা ঠিক আছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!