এসএসসি, পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে চট্টগ্রামে মেয়েরা এগিয়ে

চট্টগ্রামে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও (এসএসসি) ছেলেদের তুলনায় পাসে হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছেন মেয়েরা।

বোর্ডের তথ্যমতে, চলতি বছর (২০২১ সালে) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০৪টি কেন্দ্রে ১ লাখ ৬১ হাজার ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করান। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। উত্তীর্ণদের মধ্যে মোট ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন।

এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। ছাত্র পাসের হার ৯০.১৪ শতাংশ যা গত বছরের তুলনায় ৫.২১ শতাংশ বেশি এবং ছাত্রী পাসের হার ৯১.৯৯ শতাংশ যা গত বৎসরের তুলনায় ৭.৩৯ শতাংশ বেশি। এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১২ হাজার ৭৯১ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৮২ জন যা গত বৎসরের তুলনায় ১ হাজার ১৩৭ জন বেশি এবং ছাত্রী ৭ হাজার ৪০৯ জন যা গত বৎসরের তুলনায় ২ হাজার ৬৪৬ জন বেশি।

চলতি বছর এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ, যা গতবার ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!