এসএসসি পাশ করেই তিনি চক্ষু বিশেষজ্ঞ, ধরে জেলে পাঠালো র‌্যাব

সঞ্জয় কুমার নাথের (৪৮) পড়াশুনা এসএসসি। কলেজের বারান্দায় কথনো পা রাখা হয়নি তার। কিন্তু বনে গেছেন তিনি চক্ষু বিশেষজ্ঞ!

চট্টগ্রামের চান্দগাওঁ থানার বহদ্দারহাট এলাকার মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে রীতিমতো খুলে বসেছেন তিনি চেম্বারও। তাকে চোখ দেখাতে গেলে রোগীদের দিতে হয় মোটা অংকের ফি।

এভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি। শেষমেষ র‌্যাবের হাতে ধরা পড়তে হলো তাকে।

শনিবার (১৮ জুন) সকালে তাকে আটক করে র‌্যাবের একটি টিম। আটক ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারীর চিকনদন্ডীর জহরলাল নাথের পুত্র।

র‌্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ‘আটক সঞ্জয় একজন প্রতারক। এসএসসির পর কলেজের গণ্ডি পার না করেই তিনি বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার নামের সাথে সাটানো আছে এমবিবিএস ও এমডি ডিগ্রি।’

স্থানীয়দের কাছে তার পরিচয় আমেরিকা থেকে এমওইপিএফ নামের কথিত ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে। আটকের পর এসব যে প্রতারণা তা স্বীকারও করেছেন সঞ্জয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, ‘সঞ্জয় এর আগেও রাঙ্গুনিয়ায় ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়েছিল। তারপর স্থান পাল্টে প্রতারণার জাল বিছান তিনি বহদ্দারহাট এলাকায়।’

তার চেম্বার থেকে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এমএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!