এশিয়ান এগ্রোসহ চট্টগ্রামে অবৈধ ৪ পশুর হাট বন্ধ করল সিটি কর্পোরেশন

কোরবানির ঈদ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট। বৈধ বাজারের পাশাপাশি বসেছে অনেক অবৈধ বাজার। এসব বাজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের বৈধ বাজারে পশু নিয়ে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (৪ জুলাই) নগরীর পাহাড়তলীর ঝাউতলা বাজারসংলগ্ন মাঠে, বায়েজিদ বোস্তামি সড়কের এশিয়ান অ্যাগ্রো, চৌধুরী রেঞ্জ ও ইউনি ক্যাম্প নামের প্রতিষ্ঠানকে অবৈধভাবে পশুর হাট বসানোর অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে বৈধ পশুর হাটে কোরবানির পশু বিক্রির জন্য নিতে এসব প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সাগরিকা পশুর বাজারও পরিদর্শন করা হয়।

এদিকে নগরীর কর্ণফুলীর পশুর হাটে পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

এছাড়া পশু ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ইজারাদারদের হাত ধোয়ার ব্যবস্থা রাখা ও জীবাণুনাশক স্প্রে ব্যবহার নিশ্চিত করাসহ মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার রাখার নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।

অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম নগর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!